Ads Area

হজ্জের সংক্ষিপ্ত নিয়ম ও জরুরী মাসায়ে

হজ পালন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ ,যাদের সামর্থ আছে 

হজ তিন প্রকার,এক : হজ্জে থামত্থু, মীকাত পালন করার পূর্বে শুধু ওমরার নিয়তে 

এহরাম বেঁধে মোক্ষাতুল মুকাররমে পৌঁছে ওমরার কাজ সম্পন্ন করে চুল কেটে 

এহরাম মুক্থ হয়ে যাওয়া অথঃপর ৮ই জিল হজ হজের এহরাম বেঁধে হজ কাজ সম্পাদন করা 

হজ্জের সংক্ষিপ্ত নিয়ম ও জরুরী মাসায়েল এবং হজ পুরুষ এবং মহিলাদের উপর সমান ভাবে ফরজ কিনা তা নিয়েই আলোচনা করা হলো :

২ ইফরাদ:

মীকাত অতিক্রমের পূর্বে শুধু হজ্বের নিয়তে ইহরাম বেঁধে মক্কা মুকাররামা পৌঁছে  ইহরাম অবস্থায় হজ্বের জন্য অপেক্ষা করতে থাকা। 

তিন. কিরান:

মীকাত অতিক্রমের পূর্বে একই সাথে উমরা ও হজ্বের নিয়তে ইহরাম বেঁধে এই ইহরামে উমরাহ ও হজ্ব উভয়টি পালন করা। মক্কা মুকাররামা পৌঁছে প্রথমে উমরা করা অতঃপর এই ইহরাম অবস্থাতেই হজ্ব করা।

ইহরাম বাঁধার নিয়ম:

হজ্ব অথবা উমরার সুন্নাত তরীকা হল :

*মুচ, নখ এবং শরীরের পরিষ্কার যুগ্ঘ লুম কেটে পরিষ্কার করা। 

*ইহরামের উদ্দেশ্যে খুব বালো ভাবে গুছল করা আর যদি গুসল করা সমভব না হয় তাহলে বলো করে ওঝু করে নিবেন আর রিতু মুথি মহিলাদের জন্য ইহরামের আগে ঘুসল করা মুস্তাহাব, পুরুষগণ ২টি সাদা পরিষকার করা দোওতো কাপড় নিবে ।  একটি লঙ্গির মতো করে পর্বে আরেকটি চাদর হিসাবে পর্বে ।  পায়ের পাতার উপরের উঁচু অংশ খোলা থাকে এমন চপ্পল বা স্যান্ডেল পরা যাবে। 



আর মহিলা ঘন স্বাবাবিক কাপড় পর্বে এবং জুতা মুজা বেবহার করতে পারবে ।  ইহরাম বাঁধার পূর্বে দুই রাকাত নফল নামায পড়া ভালো।-গুনয়াতুননাসেক ৭৩, মানাসিক মোল্লা আলী কারী পৃ. ৯৯, রদ্দুল মুহতার ২/৪৮২

*  নিয়ত : (পুরুষ হলে টুপি বা মাথার কাপড় খুলে ফেলতে হবে) তামাত্তুকারী শুধু উমরার নিয়ত করবে, ইফরাদকারী শুধু হজ্বের নিয়ত এবং কিরানকারী হজ্ব ও উমরার নিয়ত করে তালবিয়া পড়বে। পুরুষ উচ্চ স্বরে তালবিয়া পড়বে আর মহিলা নিম্নস্বরে পড়বে।      

মহিলাদের হজ আদায়ে যে বিষয়গুলো জানা জরুরি:

মহিলাদের হজ আদায়ের ক্ষেত্রে রয়েছে একটি অতিরিক্ত শর্ত। আর তা হলো- মহিলারা মাহরাম ছাড়া হজ আদায় করতে পারবে না। যদি কেউ করে তবে তার হজ আদায় হবে ঠিকই কিন্তু মাহরাম ছাড়া হজ আদায়ের কারণে গোনাহগার হবে।

মহিলাদের ইহরাম পালনের নিয়ম কী কী:

নারীদের ইহরামের নিয়ম:

এগুলো হলো সাদা দুইটি কাপড়। আর নারীরা তাদের পুরো দেহ যেন ঢেকে রাখে এমন যেকোনো শালীন পোশাক পরতে পারেন। নারীদের পোষাক পর্দাশীল ও বিনয়ী হওয়া উচিত। উপরন্তু, নারীদের ইহরাম অবস্থায় পারফিউম, সুগন্ধি, গয়না এবং মেকআপ এড়িয়ে চলতে হবে।

তবে যে সকল মহিলাদের  স্বামী মারা গেছেন সেই সকল মহিলাদের জন্য নিয়ম হলো তারা যেন অন্য পরপুরুষের সাথে হজ অথবা ওমরা পালন করতে না যায় আর যে সকল মহিলাদের স্বামী জীবিত আছেন তারা যেন তাদের স্বামীর   অনুমতি নিয়ে অথবা তাদের স্বামীর সঙ্গে গিয়ে হজ পালন করে


সাফা মারওয়ায় সাঈয়ী করা:

১০ যিলহজ: বড় জামরায় কংকর নিক্ষেপ করা

১০ই জিলহজের দিনটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন।





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Ads Area